২৮ দিন পর 'গ্রিন জোন' বরানগরের নিয়োগী পাড়া
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
30 Apr 2020 07:55 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
২৮ দিন পর বরানগরের নিয়োগী পাড়া হল 'গ্রিন জোন' । লকডাউনের শুরুর সময় ওই পাড়ার দুজন সংক্রমিত হন। ফলে সিল করে দেওয়া হয় নিয়োগী পাড়া। কিছুদিন যে ওই দুজন সুস্থ হয়ে বাড়ি ফেরেন। আজ খুলে ফেলা হয় সমস্ত ব্যারিকেড।