Sare 7tay Saradin: 'হিংসার জন্য দায়ী প্রশাসন', প্রতিক্রিয়া ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির
ABP Ananda | 10 Apr 2023 10:07 PM (IST)
হিংসার জন্য দায়ী প্রশাসন। শিবপুর ও রিষড়া ইস্যুতে মন্তব্য ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির। রাজ্যে যা হয়েছে তারজন্য দায়ী বিজেপি। ফের মমতার নিশানায় বিরোধী দল।
গোয়া, ত্রিপুরায় ভরাডুবি। জাতীয় দলের তকমা গেল তৃণমূলের। জাতীয় দলের মর্যাদা হারাল সিপিআই, এনসিপি-ও। দিল্লির পরে পঞ্জাবে সরকার গড়ে তালিকায় এল আপ।
সালকিয়ায় বামেদের শান্তিমিছিল ঘিরে ধুন্ধুমার। বাধা দিলে ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা, ধস্তাধস্তা। মিছিলের গাড়ি ভাঙল পুলিশ।
রামনবমীর মিছিলে অশান্তি নিয়ে ফের বিজেপিকে নিশানা মমতার।
সাগরদিঘির হার মানতে পারেনি তৃণমূল। রামনবমীর অশান্তিতে শাসকদলকে কাঠগড়ায় তুলে অভিযোগ শুভেন্দুর।