Bangladesh News : নৈরাজ্যের বাংলাদেশ, জেল ভেঙে পালানো ৭৮ জন জঙ্গি এখনও ঘুরছে বাংলাদেশে
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppABP Ananda Live: নৈরাজ্যের বাংলাদেশ, জেল ভেঙে পালানো ৭৮ জন জঙ্গি এখনও ঘুরছে বাংলাদেশে। বাংলাদেশের একের পর এক জেল ভেঙে বুক ফুলিয়ে ঘুরছে একাধিক বন্দি। ৬ আগস্ট সকালে কাশিমপুর হাই সিকিওরিটি জেল থেকে পালিয়ে যায় ১৯৯ জন জঙ্গি। নরসিংদি জেলা কারাগার থেকে ৮২৬ জন বন্দি উধাও। জেল থেকে লুঠ হয়েছে ৮৫টি আগ্নেয়াস্ত্র ও ৮ হাজারের বেশি কার্তুজ। এখনও ঠিক কতজন জেলবন্দি আসামী পালিয়েছে, সে বিষ য়ে নিশ্চিত নয় জেল কর্তৃপক্ষ। কুষ্টিয়া জেল থেকেও পালিয়েছে ৮৭ জন বন্দি। সাতক্ষীরা জেলা কারাগার ভেঙে পালিয়েছে ৮৭ জন আসামীয শেরপুর জেলা কারাগার ফাটক ভেঙে উধাও ৫১৮ জন বন্দি। পালানোর আগে বহু জেলে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দিয়েছে দুষ্কৃতীরা।
সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের জামিনের প্রতিবাদ (RG Kar Protest)। ধর্মতলায় ধর্নায় বসার সিদ্ধান্ত নিল জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স। আর জি করকাণ্ডে দ্রুত সাপ্লেমেন্টারি চার্জশিট দেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা। সিনিয়র চিকিৎসকদের সংগঠনের দাবি, সন্দীপ ঘোষের বিরুদ্ধে চার্জশিট জমা দিতে এনওসি দিক রাজ্য সরকার। ১৭ থেকে ২৬ ডিসেম্বর ডোরিনা ক্রসিংয়ে ধর্নায় বসার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।