Co-operative Election: 'এই জয়ে সমমতা বন্দ্যোপাধ্যায়ের একটা ভাবমূর্তি কাজ করেছে', বললেন অখিল গিরি।

Continues below advertisement

ABP Ananda Live: 'মোট ১০৮টি আসনে নির্বাচন হয়েছে, তারমধ্যে আমরা ১০১ আর অন্যদল ৭। কে কোন পদ পাবে তা পুরোপুরি আমাদের দল ঠিক করবে। এই জয়ে সমমতা বন্দ্যোপাধ্যায়ের একটা ভাবমূর্তি কাজ করেছে', বললেন অখিল গিরি। 

 বাংলাদেশের সিলেটে ফোনে চার্জ দেওয়া নিয়ে সংঘর্ষ। পরিস্থিতি সামাল দিতে থামাতে নামাতে হল সেনা। এই সংঘর্ষের ঘটনায় আহত অন্তত ৬০ জন।

ভারতের বিরুদ্ধে লাগাতার হুমকি, হুঁশিয়ারি, যুদ্ধজিগির থেকে  প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্য়র্পণের দাবি।  কিন্তু তাদের নিজের দেশেই চরমে উঠেছে শান্তি-শৃঙ্খলা পরিস্থিতি। বাংলাদেশের সিলেটে সামান্য় মোবাইলে চার্জ দেওয়া নিয়ে এমন সংঘর্ষ বাধে যে, আহত হয় ৬০ জন। এমন অবস্থা হয়, যে, নামাতে হয় সেনাবাহিনী। 

ইসকনের সন্ন্যাসীর গ্রেফতারি ঘিরে উত্তাল বাংলাদেশ। আগামীকাল বাংলাদেশ হাইকমিশনে গিয়ে বিক্ষোভ দেখাবে বলে দাবি জানিয়েছে বিজেপি। হিন্দু সন্ন্যাসীর মুক্তি ও বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করার দাবিতে, ভারত সরকারের কাছে জরুরি পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছে বঙ্গবিজেপি। এবার শাসকদলের হয়ে মুখ খুললেন মেয়র ফিরহাদ হাকিম। তিনি বলেন, 'বাংলাদেশে যেটা হয়েছে সেটা কাম্য নয়। হাসিনার সরকার ধর্ম নিরপেক্ষতার পথে উন্নতি করেছিল।'  পাকিস্তানের মতো অন্ধকারে চলে পারে বাংলাদেশ, আশঙ্কা ফিরহাদের।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram