PM Modi : জিএসটি সংস্কার হবে, কমবে হার, উপকৃত হবে দেশবাসী, দীপাবলির উপহার, ঘোষণা প্রধানমন্ত্রীর।
ABP Ananda Live: জিএসটি সংস্কার হবে, কমবে হার, উপকৃত হবে দেশবাসী, দেশবাসীর জন্য আসছে দীপাবলির উপহার, ঘোষণা প্রধানমন্ত্রীর।
'চোরের মতো দেহ নিয়ে যাচ্ছিল পুলিশ', গাড়ির সামনে শুয়ে পড়ে বিক্ষোভ চাকরিহারা শিক্ষকদের; চরম উত্তেজনা মুকুন্দপুরে
চাকরিহারা এক শিক্ষককের মৃত্যুতে উত্তেজনা আরএন টেগোরে। হাসপাতালের সামনে বিক্ষোভ দেখান চাকরিহারা শিক্ষকরা। মৃত চাকরিহারা শিক্ষককের দেহ নিয়ে যেতে বাধা দেওয়া হয়। গাড়ির সামনে শুয়ে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন কয়েকজন চাকরিহারা। 'চোরের মতো দেহ নিয়ে যাওয়া হচ্ছিল', বলে অভিযোগ ওঠে। ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ায় ওই এলাকায়। 'সুবল হত্যার বিচার চাই', বলে স্লোগান তোলেন চাকরিহারা শিক্ষকরা। আরএন টেগোর হাসপাতালে মৃত্যু হয় পশ্চিম মেদিনীপুরেরর সুবল সোরেনের। চাকরি হারিয়ে মানসিক চাপে ছিলেন তিনি, এমনই দাবি করেছেন মৃতের স্ত্রী। আরএন টেগোর হাসপাতালে আজ সকালে তাঁর মৃত্যু হয়। বেশ কিছুদিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন চাকরিহারা শিক্ষক। আজ সকালে স্ট্রোকে মৃত্যু হয় সুবল সোরেনের।