Sare 7 Tay Saradin: এবার আসরে এবিভিপি। যাদবপুর ক্যাম্পাসে ছিঁড়ে দেওয়া হল ধর্মঘটীদের পোস্টার, পতাকা
ABP Ananda LIVE : তৃণমূলের হুমকির মধ্যেই এবার আসরে এবিভিপি। যাদবপুর ক্যাম্পাসে ঢুকে ছিঁড়ে দেওয়া হল ধর্মঘটীদের পোস্টার, পতাকা। এসএফআইয়ের সঙ্গে হাতাহাতি! তৃণমূলের সঙ্গে সংঘাতের পরে এবার এবিভিপি-এসএফআই সংঘর্ষে অবরুদ্ধ যাদবপুর। গেটে উঠে ক্যাম্পাসে ঢোকার চেষ্টা। দফায় দফায় সংঘর্ষ। শিক্ষামন্ত্রীর গাড়িতে পিষ্ট, চোখে ১৪টি সেলাই। ঠিক কী হয়েছিল শনিবার? এবিপি আনন্দে বিস্ফোরক ইন্দ্রানুজ। বামেদের ছাত্র ধর্মঘটের মধ্যেই উচ্চমাধ্যমিক। পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে এসে ঘাড়ধাক্কা খেলেন ডিএসও কর্মীরা! যাদবপুরকাণ্ডের প্রতিবাদে সিপিএম, বারুইপুরে 'বন্দি' সুজন। গেটে তালা দিয়ে সিপিএমের পার্টি অফিসে ঢুকে টিএমসিপির স্লোগান! যাদবপুরে আক্রান্ত ব্রাত্য। অরূপের সুরেই এবার হুমকি সৌগতর। যাদবপুরকাণ্ডের প্রতিবাদ। আহত ছাত্রকে নিয়ে ক্যাম্পাসে মিছিল। যোগ দিল অভয়া মঞ্চও। পথে নামল বিজেপিও। গোলপার্ক থেকে যুব মোর্চার মিছিল। থমথমে যাদবপুর। তালা বন্ধ করে ক্লাস বয়কটের ডাক। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রেসিডেন্সি পর্যন্ত মিছিল।