Sare 7tay Saradin : 'দরজায় দরজায় দিদির ভূত আসছে, ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে থাকবেন', হুঁশিয়ারি বিজেপি বিধায়কের
ABP Ananda | 18 Jan 2023 10:24 PM (IST)
দরজায় দরজায় দিদির ভূত আসছে। আপনাদের বলছি, ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে থাকবেন। প্রকাশ্যে হুঁশিয়ারি দিলেন ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। অন্যদিকে দলেরই একাংশকে সতর্ক করে দিলেন অশোকনগরের তৃণমূল বিধায়ক।বললেন - দিদির দূতদের লাল চুল, কানে দুল পরে ঘুরলে চলবে না।