Saresat Tay Saradin: নম্বর বাড়িয়ে অযোগ্যদের সুপারিশ! ৪০ জনের তালিকা প্রকাশ করল কমিশন
ABP Ananda
Updated at:
06 Dec 2022 09:28 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App১৮৩-র পর আরও ৪০ জন। ওএমআর শিটে নম্বর বাড়িয়ে অযোগ্যদের সুপারিশ! ৪০ জনের তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। হাইকোর্টের নির্দেশে তালিকা প্রকাশ, জানাল স্কুল সার্ভিস কমিশন। ওএমআর শিটে শূন্য, অথচ সার্ভারে নম্বর বেশি!। অযোগ্যদের সুপারিশ কবুল করে তালিকা প্রকাশ কমিশনেরই!
‘এটা কোনও ভূতের কাজ নয়। কমিশনের অফিসে যাঁরা কাজ করেন, তাঁরাই এই দুর্নীতি করেছেন’, বেআইনি চাকরির সুপারিশের প্রমাণ দেখে মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।