PM Modi: অধীরকে সামনে রেখে বিরোধী জোটকে আক্রমণে মোদি
ABP Ananda | 11 Aug 2023 10:05 AM (IST)
তৎকালীন বাজপেয়ী সরকারের সময়েও বিরোধীতা করে অনাস্থা প্রস্তাব অটুট ছিল ! তারই ধারাবাহিকতা চলছে আরকি। আজ মোটেই ঠিক বরাবরের মতো আক্রমণ নয়, বরং কমেডির সুরে তীব্র কটাক্ষ করলেন নরেন্দ্র মোদি (PM Modi)। আর সব থেকেই ধারালো কটাক্ষ এল কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরীর বিরুদ্ধেই (Adhir Ranjan Chowdhury)। তিনি এদিন বলেন, এবার অধীরবাবুকে বলতেই দিল না তাঁর দল।'