CBI : যোগ্যদের থেকেও টাকা আদায় ! টাকা ফেরত চাইলে হুমকি ! জীবনকৃষ্ণর বিরুদ্ধে বিস্ফোরক তথ্য। ABP Ananda Live
ABP Ananda
Updated at:
10 Aug 2023 10:06 AM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appনিয়োগ দুর্নীতি (Recruitment Scam) মামলায়, ধৃত বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার সঙ্গে এক চাকরিপ্রার্থীর কথোপকথনের বিস্ফোরক তথ্য হাতে এসেছে বলে CBI-সূত্রে দাবি করা হয়েছে। সূত্রের দাবি, চাকরির নাম করে, বারো লক্ষ টাকা নেন জীবনকৃষ্ণ। টাকা ফেরত চাইলে হুমকি দেন তিনি।
চাকরি পাইয়ে দিতে, অযোগ্য়দের থেকে টাকা নেওয়ার অভিযোগ তো ছিলই! কিন্তু, যাঁরা নিজের যোগ্য়তায় চাকরি পেয়েছেন, তাঁদের থেকেও ছলে বলে লক্ষ লক্ষ টাকা তুলেছিলেন তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা (JibanKrishna Saha)! সিবিআই সূত্রে এমনই চাঞ্চল্য়কর দাবি করা হয়েছে। এমন কয়েকজন প্রার্থীর পরিবারের কাছে পৌঁছেছিল এবিপি আনন্দ। এই পরিবারগুলির দাবি, পরে টাকা ফেরত চাইলে চাকরি কেড়ে নেওয়ার হুমকি দেন তৃণমূল বিধায়ক।