Sand and Soil Trafficking: এবিপি আনন্দ-র খবরের জের, অবশেষে বালি-মাটি পাচার রুখতে তৎপর প্রশাসন!
ABP Ananda Live: এবিপি আনন্দ-র খবরের জের, অবশেষে বালি-মাটি পাচার রুখতে তৎপর প্রশাসন! ক্যানিংয়ে SDO-BDO অফিসের সামনেই অবাধে বালি-মাটি পাচার! এবিপি আনন্দে খবর সম্প্রচারের ৩দিন পরে তৎপর প্রশাসন! বালি-মাটি পাচারকারীদের বিরুদ্ধে অভিযানে পুলিশ-ভূমি রাজস্ব দফতর। পুলিশ আসতেই উধাও বালি-মাটি পাচারকারীরা। প্রশাসন নাকের ডগায় বালি-মাটি চুরি, জানেই না কেউ! মাতলা নদী থেকে পাম্প দিয়ে বালি-মাটি পাচার! প্রশাসনের নাকের ডগায় সাদা বালি পাচারের রমরমা কারবার। এবিপি আনন্দর ক্যামেরা দেখেই বালি-মাটি চোরদের দৌড়! গোলকুঠি পাড়া, পুরনো খেয়াঘাট থেকে সাদা বালি পাচার দিঘির পাড়ে মাতলার চর থেকে নদীর মাটি পাচার!
আরও খবর, জাল পাসপোর্ট চক্রে রাশি রাশি ভুয়ো আধার কার্ড। অভিযুক্ত সমরেশ বিশ্বাসকে জেরা করে কলকাতা পুলিশের অভিযান। কলকাতা পুলিশের অভিযানে প্রচুর ভুয়ো আধার কার্ডের হদিশ। রাশি রাশি ভুয়ো আধার কার্ডের সঙ্গে প্রচুর ভোটার কার্ডেরও হদিশ। একাধিক নাম-ঠিকানার তালিকা, তা দিয়েই হাজার হাজার ভুয়ো কার্ড? কাদের হাতে পৌঁছে গিয়েছে ভুয়ো পরিচয়পত্রে তৈরি 'আসল' পাসপোর্ট? কলকাতা, উত্তর ২৪ পরগনা ছাড়াও আর কোথায় ছড়িয়ে চক্রের জাল? জাল পাসপোর্ট চক্রের কিংপিন সমরেশের বারাসাতের বাড়িতে তল্লাশি।