Oppositions Meet : আজ বিরোধীদের বৈঠকে মুখোমুখি হবেন মমতা-রাহুল
ABP Ananda
Updated at:
23 Jun 2023 12:05 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপাটনায় বিরোধীদের মেগা বৈঠকের আগেই তাল কাটল। কংগ্রেস দিল্লি অর্ডিন্য়ান্সের বিরোধিতায় সরব না হলে বৈঠকে যোগ দেবে না, জানাল আম আমি পার্টি। এদিকে, আজ বিরোধীদের বৈঠকে মুখোমুখি হবেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় ও রাহুল গাঁধী। তৃণমূল কংগ্রেসের সঙ্গে একমঞ্চে থাকবে সিপিএমও।