Sera Bangali 2022: বাংলা সিনেমা একেবারেই ঠিক জায়গায় আছে, সেরা বাঙালির সম্মান পাওয়ার পর বললেন অনির্বাণ
ABP Ananda | 26 Dec 2022 03:59 PM (IST)
বিশ্বসেরা বাঙালিকে এবিপি আনন্দর কুর্নিশ। ১৮ বছরে পা 'সেরা বাঙালি'র। কৃতিত্বের নজির গড়ে চলচ্চিত্র ক্ষেত্রে সেরা বাঙালির সম্মান পেলেন অনির্বাণ ভট্টাচার্য। সেরা বাঙালির সম্মান পাওয়ার পর অনির্বাণ বলেন, 'এই পুরস্কার চলমান সামাজিকতার সঙ্গে রয়েছে। আমার কাছে এক নম্বরে থিয়েটারই থাকবে। বাংলা সিনেমায় গাফিলতি নেই। বাংলা সিনেমা একেবারেই ঠিক জায়গায় আছে'।