করোনাবিধি মেনে নিজের আবাসনে মহাষ্টমীর পুজোয় সামিল তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 24 Oct 2020 01:02 PM (IST)
করোনাবিধি মেনে নিজের আবাসনে মহাষ্টমীর পুজোয় সামিল তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী। সবার হাতে দিলের স্যানিটাইজার, তারপর পুজোর ফুল। নিজের হাতে জ্বালালেন প্রদীপ।