শারদ আনন্দ ২০২০: মহাষ্টমীর সন্ধ্যারতি ম্যাডক্স স্কোয়ার-মুদিয়ালি ক্লাব-সুরুচি সঙ্ঘে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
24 Oct 2020 10:34 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
আজ মহাঅষ্টমী । ১০৮ পদ্ম এবং প্রদীপ নিয়ে দেবী দুর্গার আরাধনা । নিউ নর্মালকে সঙ্গী করে, সতর্কতা মেনে ৮ থেকে ৮০ পুজোয় মেতেছে সবাই । শুধুই কলকাতা নয়, জেলাতেও পুজোর আনন্দ । পাশাপাশি এদিন সন্ধ্যা থেকেই রীতি মেনে হয়েছে সন্ধ্যারতি। ম্যাডক্স স্কোয়ার-সুরুচি সঙ্ঘ কিংবা মুদিয়ালি ক্লাব, সব জায়গাতেই দেখা গিয়েছে এই আরতি।