এ কোন অষ্টমী! চেনা ভিড় উধাও উত্তর থেকে দক্ষিণের হেভিওয়েট পুজোগুলিতেও
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
24 Oct 2020 07:33 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
স্বাস্থ্যবিধি মেনে মাতৃ আরাধনা। সকাল থেকে মণ্ডপে মণ্ডপে হয়েছে অষ্টমীর অঞ্জলি ও সন্ধিপুজো। অষ্টমীর বিকেলে নেই চেনা ভিড়ের ছবি। সল্টলেক এ-ই ব্লক পার্ট ওয়ান, চেতলা অগ্রণী, ত্রিধারা, আহিরিটোলা সর্বজনীন ও কলেজ স্কোয়ার ঘুরে দেখল এবিপি আনন্দ।