Bangladesh Live: হল না সন্ন্যাসীর জামিন মামলার শুনানি I কী কারণে আদালতে পৌঁছলেন না আইনজীবী?

Continues below advertisement

ABP Ananda Live: শুনানির আগের রাতে এক আইনজীবীকে মেরে, ICU-তে পাঠিয়ে দেওয়া হয়েছিল। আরেক আইনজীবীর চেম্বারে চলেছিল তাণ্ডব। যার জেরে আজ চট্টগ্রাম আদালতে, চিন্ময়কৃষ্ণ দাসের পক্ষে সওয়াল করার জন্য় এলেন না একজনও আইনজীবী। যার জেরে এক মাস পিছিয়ে গেল জামিন-মামলার শুনানি। ফলে, এই এক মাস বিনা বিচারে জেলে থাকতে হবে ওই সন্ন্য়াসীকে।

 

আরও খবর, ভর সন্ধ্যায় বাগমারিতে বোমাবাজি। মঙ্গলবার স্থানীয় ক্লাবের কাছে একটি নির্মীয়মাণ বাড়ির নিচে বসেছিলেন ২ যুবক। অভিযোগ রাত সাড়ে ৮টা নাগাদ পাশের পাড়ার বেশ কয়েকজন বাসিন্দা সেখানে আসেন। পুরনো কোনও বিষয় নিয়ে তর্কাতর্কি শুরু হয় দুপক্ষের। বচসা থেকে উত্তেজনা ছড়ায়। স্থানীয়দের অভিযোগ পাশের পাড়ার বাসিন্দারা ৩টি বোমা ছোড়ে। লাঠি দিয়েও হামলা চালানো হয় বলে অভিযোগ। মাথা ফাটে এক স্থানীয় যুবকের। এলাকাবাসী রাস্তায় বেরোলে চম্পট দেয় হামলাকারীরা। ঘটনায় ২ জনকে আটক করেছে মানিকতলা থানার পুলিশ। এলাকায় রয়েছে পুলিশি পাহারা।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram