শারদ আনন্দ ২০২০: 'বন্দি অমলকে' দেখতে অষ্টমীর রাতে ভিড় বেহালা নুতন দলের মণ্ডপে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 24 Oct 2020 10:32 PM (IST)
শোভাবাজার রাজবাড়ির ঘরোয়া আড্ডার মধ্যেই অষ্টমীর রাতে ভিড় বাড়ল বেহালা নুতন দলের পুজোয়। এবার এই পুজোর ভাবনায় ফুটে উঠেছে অমলের বন্দিদশার কাহিনী। কোর্টের নির্দেশ মাথায় রেখে প্যান্ডেলে করোনা বিধি মেনেই চলছে প্রতিমা দর্শন। এদিকে, নয়ডার সেক্টর ৬১-এর পুজোয় এবার অনলাইনে অঞ্জলি ও ভোগ বিতরণ।