শারদ আনন্দ ২০২০: পুজো শেষের আগে অন্তিম কয়েক ঘণ্টায় সুরুচি সঙ্ঘে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 25 Oct 2020 02:58 PM (IST)
আজ নবমী। আর কয়েক ঘণ্টা পরেই পুজো শেষ। তবু শেষ মুহূর্তের কয়েকটি ঘণ্টা প্রাণভরে উপভোগ করে নেওয়ার আশায় প্রায় প্রত্যেকেই। সুরুচি সঙ্ঘে নবমী পুজো প্রায় শেষ। চলছে হোমের যজ্ঞ। চোখে পড়ছে ভিড়, তবে সচেতনতা মেনেই চলছে প্রতিমা দর্শন।