উমা-বিদায়ের লগ্নে কাছাকাছি এপার-ওপার, ইছামতীর পাড়ে ভিড় দুই বাংলার মানুষের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 27 Oct 2020 10:46 AM (IST)
এপারে টাকি। ওপারে বাংলাদেশ। উমা-বিদায়ের লগ্নে কাছাকাছি এপার-ওপার। প্রতিমা নিরঞ্জন দেখতে ইছামতীর পাড়ে ভিড় দুই বাংলার মানুষের। নদীর জল এক করে দিল দুই দেশকে।