শারদ আনন্দ ২০২০: বড়িশা ক্লাবের ভাবনায় এবার ‘মারির দেশে ত্রাণের বেশে, অন্নপূর্ণার ভেলায় ভেসে’
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 20 Oct 2020 07:28 AM (IST)
‘মারির দেশে, ত্রাণের বেশে, অন্নপূর্ণার ভেলায় ভেসে’। অতিমারির সময়ে দুর্দশাগ্রস্ত মানুষের কাছে ত্রাণ পৌঁছে দেওয়ার বার্তা ফুটে উঠছে বড়িশা ক্লাবের মণ্ডপজুড়ে। প্রতিমাতেও থাকছে অভিনবত্ব।