শারদ আনন্দ ২০২০: প্রতিমা নিরঞ্জনে অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রস্তুত পুলিশ, দেখে নিন কোন কোন বিষয়ে দেওয়া হয়েছে বিশেষ জোর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 26 Oct 2020 09:27 AM (IST)
কড়া নিরাপত্তায় গঙ্গায় প্রতিমা বিসর্জন। তার আগে ঘাটগুলিতে কড়া নিরাপত্তা। পুলিশ সূত্র অনুযায়ী, আজ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত প্রতিমা নিরঞ্জন করা যাবে। সামাজিক দূরত্ব বজায় রেখে করতে হবে প্রতিমা নিরঞ্জন। ২ টি ওয়াচ টাওয়ার থেকে নজর রাখা হবে। প্রতিমার জন্য গাড়ির সংখ্যাও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। ডিজে বা মাইক বাজানোর ক্ষেত্রে জারি হয়েছে নিষেধাজ্ঞা। বানানো হয়েছে ৮ টি করিডর। ২৪ টি ঘাটে আজ মোট ১৮০০ টি প্রতিমা নিরঞ্জন হবে বলে জানানো হচ্ছে পুলিশের তরফে।