শারদ আনন্দ ২০২০: কলকাতার প্রথম থিম শিল্পীকে শ্রদ্ধার্ঘ্য, চিন্তনে সেরা জগৎ মুখার্জি পার্ক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 20 Oct 2020 11:06 AM (IST)
বিষয়ভাবনায় রয়েছে অভিনবত্বের ছোঁয়া। পুজোর এবারের থিম কলকাতার প্রথম থিম শিল্পীকে ইনস্টলেশনের মাধ্যমে শ্রদ্ধাজ্ঞাপন। প্রতিমাও তৈরি হয়েছে শিল্পীর স্টাইল অনুসারেই। চিন্তনে সেরা পুজোর শারদ সম্মান পাচ্ছে কারা ?