শারদ আনন্দ ২০২০: 'বারোয়ারি প্রতিমার সঙ্গে ঘাটে একজন, বাকি ব্যবস্থাপনা করবে পুরসভা', জানালেন ফিরহাদ হাকিম
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 26 Oct 2020 02:49 PM (IST)
দূষণ ঠেকাতে বিসর্জনে কড়াকড়ি। জলে ছুঁইয়েই তুলে নেওয়া হচ্ছে প্রতিমা। ফুল ফেলার জন্য আছে নির্দিষ্ট জায়গা। বারোয়ারি প্রতিমার সঙ্গে একজন ঘাটে পৌঁছলেই যথেষ্ট। বাকি ব্যবস্থাপনা করবে পুরসভা, জানালেন ফিরহাদ হাকিম।