শারদ আনন্দ ২০২০: দশমীর পুজো চলছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 26 Oct 2020 01:12 PM (IST)
আজ দশমী। আজ উমাকে বিদায় জানানোর পালা। শেষ হয়েছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দশমীর পুজো। এসেছেন মন্ত্রী সুজিত বসু। তাঁর কথায়, "মা সারা বছর আমাদের সঙ্গেই থাকেন। আমরা প্রত্যেক দিন মায়ের পুজো করি।"