শারদ আনন্দ ২০২০: শোভাযাত্রা ছাড়াই আজ নাকতলা ও একডালিয়ার প্রতিমা বিসর্জন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 27 Oct 2020 08:52 AM (IST)
একদিকে এবছর নাকতলা উদয়নে হবে না প্রতিমা বিসর্জনের শোভাযাত্রা। নেই বরণ, সিঁদুর খেলা। তাই এই পুজো কমিটির সিদ্ধান্ত, তারা চায় এক জায়গায় অনেকজনকে ডেকে সংক্রমণ না বাড়িয়ে পাশের পুকুরে হবে বিসর্জন। অন্য দিকে একডালিয়া এভারগ্রিনেও হবে না কোনও শোভাযাত্রা। সবাই বরণও করতে পারবেন না। আজ এই দুটি প্রতিমার বিসর্জন।