শারদ আনন্দ ২০২০: রূপকথার দেশে নিয়ে যেতে সেজে উঠছে দমদম পার্ক ভারতচক্র
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 18 Oct 2020 01:06 PM (IST)
অতিমারির আবহে ঘুমিয়ে পড়েছিল শহর। এবার যেন দেবীর আগমনী গানের সঙ্গে ধীরে ধীরে জেগে উঠছে কলকাতা। দর্শকদের রূপকথার দেশে নিয়ে যেতে সেজে উঠছে দমদম পার্ক ভারতচক্রের মণ্ডপ।