শারদ আনন্দ ২০২০: নিউ নর্মাল পুজোয় টালা পার্ক প্রত্যয়ের এবারের থিম ‘লোকহিত’
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 20 Oct 2020 12:06 AM (IST)
এবারের নিউ নর্মাল পুজো। টালা পার্ক প্রত্যয়ের এবারের থিম ‘লোকহিত’। মানুষের হিতের জন্য কাজকেই টালা পার্ক প্রত্যয় তুলে ধরেছে তাদের পুজোর মণ্ডপে। অল্প কাজের মধ্যেই মূল বক্তব্যকে তুলে ধরেছেন শিল্পী।