শারদ আনন্দ ২০২০: সাধারণ মানুষের পাশে থাকার বার্তা নিয়ে সেজে উঠছে সল্টলেক এ কে ব্লকের পুজো মণ্ডপ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 11 Oct 2020 03:24 PM (IST)
করোনা কেড়েছে কারও প্রাণ, কেউ বা হারিয়েছেন কাজ। বদলেছে জীবনযাত্রা। সাধারণ মানুষের পাশে থাকার বার্তা নিয়ে সেজে উঠছে সল্টলেক এ কে ব্লকের পুজো মণ্ডপ।