শারদ আনন্দ ২০২০: সন্তোষপুর ত্রিকোণ পার্কের থিম সময়ের আভাস
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 07 Oct 2020 04:34 PM (IST)
উৎসবের আভাস, পুজোর আভাস, সমসাময়িকতার আভাস। যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি আমরা সেই সময়ের আভাস। এসবই এবার তাদের পুজো মণ্ডপে ফুটিয়ে তুলছে সন্তোষপুর ত্রিকোণ পার্ক।
অতীত থেকে বর্তমানের সফর। ফেলে আসা সময়ের নানা সামগ্রী দিয়ে নজরকাড়া ইনস্টলেশন। এইভাবেই গতবছর নজর কেড়েছিল সন্তোষপুর ত্রিকোণ পার্ক। এবছরও পূর্ণ উদ্যমে দর্শক টানতে তৈরি এই পুজো।
অতীত থেকে বর্তমানের সফর। ফেলে আসা সময়ের নানা সামগ্রী দিয়ে নজরকাড়া ইনস্টলেশন। এইভাবেই গতবছর নজর কেড়েছিল সন্তোষপুর ত্রিকোণ পার্ক। এবছরও পূর্ণ উদ্যমে দর্শক টানতে তৈরি এই পুজো।