শারদ আনন্দ ২০২০: শারদ আনন্দ সম্মান | ক্লাবের নামের সঙ্গে মিলিয়ে 'সংহতি' থিম, এবিপি আনন্দর মাতৃরূপী সেরা পুজোর সম্মান অজয় সংহতির
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 22 Oct 2020 02:36 PM (IST)
করোনা আবহে বজায় থাকুক শারীরিক দূরত্ব বিধি। তবে মনের দূরত্ব নয়। আর সেই ভাবনাই পৌঁছে দিচ্ছে অজয় সংহতি। মণ্ডপ সজ্জায় ফুটিয়ে তোলা হয়েছে সংহতির বার্তা। ক্লাবের নামের সঙ্গে মিলিয়ে এবারের থিমের নাম সংহতি। এবিপি আনন্দর মাতৃরূপী সেরা পুজোর শারদ আনন্দ সম্মান শিরোপা পেল এই পুজো।