শারদ আনন্দ ২০২০: শারদ আনন্দ সম্মান| এবিপি আনন্দের নির্মাণ ভাবনায় সেরা চোরবাগান সর্বজনীন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 23 Oct 2020 01:45 PM (IST)
চোরবাগান সর্বজনীনের পুজো এবার ৮৫ বছরে পড়ল। এবছর তাদের মণ্ডপসজ্জায় ব্যবহার করা হয়েছে কঞ্চি। সেই কঞ্চি দিয়েই ফুটিয়ে তোলা হয়েছে জ্যামিতিক চিত্র। কোথাও আবার বিমূর্ততার ছোঁয়া। এবিপি আনন্দের শারদ আনন্দ সম্মানে নির্মাণ ভাবনায় সেরা চোরবাগান সর্বজনীনের পুজো।