শারদ আনন্দ ২০২০: শারদ আনন্দ সম্মান | হরিদেবপুর বিবেকানন্দ স্পোর্টিংয়ের ঝুলিতে এবার এবিপি আনন্দ বর্ণ বৈচিত্রের সেরা পুজোর সম্মান
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 20 Oct 2020 01:41 PM (IST)
বিষয় প্রার্থনা। করোনা আবহে দেবীর কাছে সঙ্কটমুক্তির প্রার্থনা। সংক্রমণের আশঙ্কায় ঘরবন্দী জীবনে জানলাটুকুই বাইরের পৃথিবীর সঙ্গে যোগাযোগের মাধ্যম। এই ভাবনা থেকেই এবারের বিষয় নির্বাচন। কে পাচ্ছে এবিপি আনন্দের বর্ণ বৈচিত্রের সেরা পুজোর শারদ সম্মান?