শারদ আনন্দ ২০২০: শারদ আনন্দ সম্মান | ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ ৭৫টি পরিবারের দায়িত্ব, সহমর্মীতায় সেরা পুজোর স্বীকৃতি সমাজসেবী সঙ্ঘের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 20 Oct 2020 01:22 PM (IST)
ঘূর্ণিঝড় বিধ্বস্ত হিঙ্গলগঞ্জে ৭৫টি পরিবারের পাশে সারা বছর থাকার ভাবনা। তাদের সার্বিক উন্নয়নের জন্য কাজ করা। সেই বিষয় ভাবনা থেকেই এবার দশভুজার আরাধনা। এবিপি আনন্দের সহমর্মীতায় সেরা পুজোর শারদ সম্মান পেল সমাজসেবী সঙ্ঘ।