শারদ আনন্দ ২০২০: শারদ আনন্দ সম্মান | এবিপি আনন্দের সংহতি ভাবনায় সেরা সন্তোষপুর লেকপল্লি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 23 Oct 2020 02:06 PM (IST)
পুজোর থিম মাটির কান্না। দুর্গাপুজোর আগে অন্নপূর্ণা থেকে বিশ্বকর্মা, একাধিক পুজো হয়েছে। কিন্তু লকডাউনের জেরে অনেক শিল্পীর ঘরেই অবিক্রিত অবস্থায় পরে রয়েছে প্রতিমা। সেই ছবিই তুলে ধরা হয়েছে থিমে। এবিপি আনন্দের শারদ আনন্দ সম্মানে সংহতি ভাবনায় সেরা সন্তোষপুর লেকপল্লি।