শারদ আনন্দ ২০২০: করোনা বিধি মেনেই এবার পুজো কাঁকুড়গাছি যুবকবৃন্দের, থিম 'বিশ্বাসে মিলায় মা দুর্গা'
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
22 Oct 2020 12:31 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআজ ষষ্ঠী । করোনা আবহেও উৎসব মুখর বাংলা । সমস্ত বিধি মেনেই সেজে উঠেছে তৈরি কাঁকুড়গাছি যুবকবৃন্দ । এবারের থিম "বিশ্বাসে মিলায় মা দুর্গা।" করোনা বিধি মেনেই পুজো হচ্ছে বলে জানালেন কমিটির কর্মকর্তারা। মণ্ডপের ভেতর ২৫ জনের বেশি মানুষের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।