শারদ আনন্দ ২০২০: সন্তোষপুর লেকপল্লির এবারের থিম ‘মাটির কান্না’, থাকছে লকডাউনে মৃৎশিল্পীদের দুঃখ-দুর্দশার কথা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 20 Oct 2020 12:18 AM (IST)
এবছর ৬৩ বছরে পা দিল সন্তোষপুর লেকপল্লি। গত বছর দূষণ নিয়ে বার্তা দিয়েছিল এই ক্লাব। এবারের তাদের থিম ’মাটির কান্না’। এবছর লকডাউনে পাল পাড়ার দুঃখ-দুর্দশার কথা তুলে ধরেছে সন্তোষপুর লেকপল্লি। প্রতিমাতেও থাকছে অভিনবত্ব।