শারদ আনন্দ ২০২০: করোনা বিধি মেনেই পুজো হচ্ছে মুম্বইয়ে, দেখুন দুর্গাবাড়ি সমিতি, উত্তর মুম্বই সর্বজনীন এবং নভি মুম্বই বাঙালি অ্যাসোসিয়েশনের ছবি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 23 Oct 2020 04:10 PM (IST)
শুধুই কলকাতা নয় পুজোর আমেজ ভিন রাজ্যের বাঙালিদের মধ্যেও। করোনা বিধি মেনেই পুজো হচ্ছে মুম্বইয়ে। মুম্বইয়ের দুর্গাবাড়ি সমিতি, উত্তর মুম্বই সর্বজনীন এবং নভি মুম্বই বাঙালি অ্যাসোসিয়েশনে আচার অনুষ্ঠান মেনে চলছে দেবীর আরাধনা।