নেই বসতভিটে-জল-বিদ্যুৎ-রাস্তা! উপমুনে বিধ্বস্ত সুন্দরবনের মৌসুনী দ্বীপ! ছবি তুলে ধরল এবিপি আনন্দ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 31 May 2020 10:09 AM (IST)
উমপুনে ক্ষতিগ্রস্ত সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা। বিধ্বস্ত মৌসুনী দ্বীপ। তার মাঝেই ঘুরে দাঁড়ানোর মরিয়া চেষ্টা সেখান বাসিন্দাদের। নেমেছে সেনা। গ্রাউন্ড জিরো থেকে এবিপি আনন্দর রিপোর্ট।