গোসাবা: চার মাসের কন্যা সন্তানকে শ্বাসরোধ খুনের অভিযোগ মায়ের বিরুদ্ধে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
01 Oct 2020 07:00 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
চার মাসের কন্যা সন্তানকে শ্বাসরোধ খুনের অভিযোগ মায়ের বিরুদ্ধে| ঘটনাটি ঘটেছে গোসাবা থানার অন্তর্গত একটি গ্রামে| পুলিশ ও স্থানীয় সূত্রে খবর ওই মহিলার বছর ৬-এর আরেকটি মেয়ে রয়েছে| ৪ মাস আগে আগে ওই মহিলা আরেকটি কন্যা সন্তানের জন্ম দেন| দ্বিতীয়বার কন্যা হওয়ায় তিনি খুশি ছিলেন না বলে অভিযোগ| ভালো করে শিশুটির দেখভালও করতেন না বলে অভিযোগ|