Swargaram: বাবুল-অভিজিৎ নজিরবিহীন বাকযুদ্ধ, গালাগালির অভিযোগ
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppAbhijit Ganguly: এবিপি আনন্দে অভিজিৎ বলেন, "হাওড়ার দিকে আসছিলাম আমি। আমার একটু তাড়া ছিল। তাই হর্ন বাজানো হয়। হঠাৎ দেখি একটা গাড়ি আমার গাড়ি আটকে দাঁড়ায়। চিৎকার করে জানতে চায় হর্ন দেওয়া হচ্ছে কেন। তাতে আমি বললাম, আবার হর্ন দাও। দেখি কী হয়। এর পর দেখলাম গাড়ি থেকে বাবুল সুপ্রিয় নেমে এলেন। আরও তিন-চারজন ছিলেন ওঁর সঙ্গে। নেমে এসে বাবুল আমাকে অশ্রাব্য ভাষায় গালাগালি দিতে লাগলেন। গাড়ি কাচ ছিল। উনি হাত চালালেন। তাতে আমার মোবাইল পড়ে গিয়ে খারাপ হয়েছে। আমার সঙ্গ Y প্লাস ক্যাটেগরির সিকিওরিটি থাকে। ওরা বাবুলকে আটকান। অনেকক্ষণ ধরে চলছিল। আমাকে সরি বলতে বলেন। আমি জানিয়ে দিই, কিছুই বলব না আপনাকে। আপনাকে বিজেপি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। তৃণমূলে এখন পা ধরে রাজনীতি করেন। সেটাই করুন। আপনাকে আমি গ্রেফতার করাব। উনি উত্তেজিত হয়ে আরও জঘন্য কথা বলেন। আমি গাড়িতেই বসেছিলাম। নিরাপত্তার প্রশ্ন রয়েছে। CISF না বললে নামি না। মানুষকে উত্তেজিত করছিলেন উনি। ওদের তো রাগ আছে! বহু লোককে চাকরি বিক্রি করেছিলেন। সেই চাকরি গিয়েছে। তা নিয়ে গালি দিলেন আমাকে। মাতাল হয়ে এসব করছিলেন। সেটা বললে আরও উত্তেজিত হয়ে যান।"