Kolkata News: হাজরা রোডে গাড়ির উপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ল গাছ

Continues below advertisement

Kolkata: হঠাৎ হাজরা রোডে পরপর গাড়ির উপর উপড়ে পড়ল গাছ! ভেঙে চুরমার ২টি গাড়ি। অল্পের জন্য ২টি গাড়ির ৫জনের রক্ষা। কীভাবে হঠাৎ পড়ল গাছ, এখনও ধোঁয়াশা।

 

আরও খবর, ভারত-বাংলাদেশ সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই কাল দুই দেশে আটক মৎসজীবীদের আদান-প্রদান করা হবে। বাংলাদেশ থেকে ভারতে ফিরবেন ৯৫ জন মৎস্যজীবী, অন্যদিকে ভারত থেকে বাংলাদেশে ফিরবেন ৯০ জন মৎস্যজীবী। এর জেরে স্বস্তির নিঃশ্বাস ফেলবেন মৎস্যজীবীদের পরিবারের সদস্যরা। গত অক্টোবর-নভেম্বর মাসে এই ৯৫ জন ভারতীয় মৎস্যজীবী ভারতের জলসীমানা লঙ্ঘন করে বাংলাদেশের জলসীমানায় ঢুকে পড়েছিল বলে অভিযোগ ওঠে। তারপরে বাংলাদেশের পটুয়াখালি এবং মঙ্গলায় আটক ছিলেন তাঁরা। ৯৫ জন মৎস্যজীবী জেলবন্দি ছিলেন এবং ৬টি ট্রলার আটক ছিল বাংলাদেশে। 

 

জাল সার্টিফিকেটে পাসপোর্ট, হুগলি থেকে গ্রেফতার। সিঙ্গুর থেকে ২জনকে গ্রেফতার করল বর্ধমান পুলিশ।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram