Abhishek Banerjee:'ধূপগুড়ি আলাদা মহকুমা হবে', কার্যত ঘোষণা করে দিলেন অভিষেক! সমালোচনায় সরব বিরোধীরা
ABP Ananda | 02 Sep 2023 10:22 PM (IST)
ধূপগুড়ি আলাদা মহকুমা হবে। উপনির্বাচনের প্রচারে গিয়ে প্রতিশ্রুতির আদলে কার্যত ঘোষণা করে দিলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়! একযোগে সমালোচনায় সরব হয়েছে বিরোধীরা। তাঁদের প্রশ্ন, আলাদা মহকুমা তৈরির সিদ্ধান্ত তো সরকারের নেওয়ার কথা! অভিষেক বন্দ্যোপাধ্য়ায় রাজ্য সরকারের কে? ভোটের প্রচারে কি এমন সিদ্ধান্ত ঘোষণা করা যায়? তা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা।