Suvendu Adhikari: ২১ জুলাই তৃণমূলের শহিদ দিবসের পাল্টা কর্মসূচি ঘোষণা শুভেন্দুর | ABP Ananda LIVE
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppABP Ananda LIVE: ৪ কেন্দ্রে হেরে ফের ভোট লুঠের অভিযোগ বিরোধী দলনেতার। ২১ জুলাই তৃণমূলের শহিদ দিবসের পাল্টা কর্মসূচি ঘোষণা শুভেন্দুর। ২১ জুলাই 'গণতন্ত্র হত্যা দিবস' পালন করবে বিজেপি, রাজভবনের সামনে ধর্না শেষে ঘোষণা রাজ্যের বিরোধী দলনেতার। তৃণমূলকে সরাতে গণ আন্দোলনের ডাক শুভেন্দুর।
খড়দায় ট্রেন-গাড়ি সংঘর্ষ। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা। লেভেল ক্রসিং খোলা ছিল, গাড়ি ঢুকতেই গেট পড়ে যায়, দাবি গাড়িচালকের। লেভেল ক্রসিং বন্ধ হচ্ছিল, গেট পড়ার সময় সিগন্যাল না দেখেই ঢুকেছিল গাড়ি, দাবি রেলের। সেই সময়ই ডাউনে ৪ নম্বর লাইনে ঢুকে পড়ে হাজারদুয়ারি এক্সপ্রেস। গাড়ির সঙ্গে সংঘর্ষের পরই থেমে যায় ট্রেন। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা। দুর্ঘটনার জেরে আধ ঘণ্টার বেশি বন্ধ থাকে ট্রেন চলাচল।
আড়িয়াদহে অত্যাচারীর অট্টালিকার জমির মালিক কে? কার জমিতে দুধসাদা অট্টালিকা জয়ন্ত সিংহর? অন্ধকারে কামারহাটি পুরসভা। দিলীপ মুখোপাধ্যায়ের নামে নথিভুক্ত জমি, কামারহাটি পুরসভা সূত্রে খবর। এখনও পর্যন্ত দিলীপ মুখোপাধ্যায়ের খোঁজ পায়নি কামারহাটি পুরসভা। অবৈধ বাড়ি ঘোষণার পর নোটিস পাঠানোর প্রস্তুতি কামারহাটি পুরসভার। পুরসভার ভূমিকায় প্রশ্ন কামারহাটির প্রাক্তন সিপিএম বিধায়কের।