Swargaram Plus LIVE | বালিতে গুলিবিদ্ধ তৃণমূল নেতা। CC ফুটেজে চিহ্নিত। অধরা আততায়ী, নেপথ্যে কে?
বালিতে গুলিবিদ্ধ তৃণমূল নেতা। CC ফুটেজে চিহ্নিত। তাও এখনও অধরা আততায়ী। নেপথ্যে অন্য কেউ, দাবি নেতার ভাইয়ের। অভিযুক্তের খোঁজে তল্লাশি। অধরা আততায়ী, নেপথ্যে কে?
হামলার নেপথ্যে বড় কোনও মাথায় রয়েছে। হাওড়ার বালিতে, তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে গুলি করার ঘটনায় বিস্ফোরক আক্রান্তের পরিবার! ঘটনার পর তিন দিন পার হতে চললেও, এখনও মূল অভিযুক্ত বাসু চৌধুরীকে ধরতে পারেনি পুলিশ। এই অবস্থায় আতঙ্কে রয়েছেন আক্রান্ত তৃণমূল নেতার পরিবার! অন্যদিকে এই ইস্যুতে তরজা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
দেখুন ফের শহর কলকাতায় রাতে মহিলাদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ। একই রকমভাবে উদ্বেগ বাড়াচ্ছে গুণমান যাচাইয়ের পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারা অসংখ্য ওষুধ।
পশ্চিম বর্ধমানে তৃণমূলের পঞ্চায়েত সদস্যর ২টি ভোটার কার্ড রয়েছে বলে অভিযোগ তুলল বিজেপি। পুরনো ঠিকানা ও নতুন ঠিকানায় ২ টি আলাদা ভোটার কার্ড থাকা সত্বেও কীভাবে পঞ্চায়েত ভোটে প্রতিদ্বন্দ্বিতা? প্রশ্ন তুলল বিজেপি। এদিকে জলপাইগুড়িতে বিজেপি নেতার মা-বাবার এপিক নম্বর ছাড়াই অসম্পূর্ণ ফর্ম জমা দেওয়া নিয়ে প্রশ্ন তুলছে তৃণমূল।