RG Kar Protest: জুনিয়র ডাক্তারদের ডাকে সোদপুর থেকে ধর্মতলা পর্যন্ত দীর্ঘ ন্যায়বিচার যাত্রা | ABP Ananda LIVE
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppRG Kar Protest: আর জি কর-কাণ্ডের ২ মাস ১০ দিন। জুনিয়র ডাক্তারদের ডাকে সোদপুর থেকে ধর্মতলা পর্যন্ত দীর্ঘ ন্যায়বিচার যাত্রা। কাল ধর্মতলায় মহাসমাবেশের ডাক।
আরও খবর..
মঙ্গলবার জুনিয়র ডাক্তারদের তরফে স্বাস্থ্য ধর্মঘটের হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। তার আগে শনিবারই ছিল শহর জুড়ে বিরাট 'ন্যায়যাত্রার' আয়োজন। বৃহত্তর আন্দোলনের ঘোষণার পরের দিনই অনশন মঞ্চে পৌঁছলেন মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব। অনশন শুরুর ১৫দিনের মাথায় অনশনমঞ্চে এলেন সরকারের দুই শীর্ষকর্তা।
১০ দফা দাবিতে ১৫ দিন ধরে ধর্মতলায় অনশনে জুনিয়র ডাক্তাররা। এবার তাঁদের আন্দোলন তুলে নেওয়ার আবেদন করে ফোনে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফোনে অনশনরত জুনিয়র ডাক্তারদের মুখ্যমন্ত্রী বললেন, 'আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি। বেশিরভাগ দাবিই পূরণ করেছি। প্রথমে ৫টি দাবির মধ্যে ৪টি দাবিই পূরণ করা হয়েছিল। শুধু স্বাস্থ্যসচিবকে সরাতে পারিনি। '
এরপর অনশনরত চিকিৎসকদের কাছে কিছুটা সময় চেয়ে নেন তিনি । বলেন, 'পরিস্থিতি স্বাভাবিক করতে দিন, একসঙ্গে মেডিক্যাল কলেজগুলিতে নির্বাচন হবে। ৩-৪ মাস সময় দিন, মেডিক্যাল কলেজগুলিতে নির্বাচন করব। হাসপাতালের উন্নয়নে ১১৩ কোটি টাকা বরাদ্দ হয়েছে। সরকারি হাসপাতাল পরিষেবা না দিলে মানুষ কোথায় যাবে?'
আগেরবারও যখন স্বাস্থ্যভবনের সামনে আন্দোলন মঞ্চে এসেছিলেন, বলেছিলেন, মুখ্যমন্ত্রী হিসেবে নয়, দিদি হিসেবে এসেছি। আর এবার বললেন, 'দিদি হিসেবে বলছি, আপনাদের ন্যায্য দাবি মেনে নেওয়া হবে। আপনারা অনশন তুলে দয়া করে কাজে যোগ দিন'