Swargaram Plus LIVE | SIR-এর সময়সীমা বাড়াল নির্বাচন কমিশন | কিন্তু বিতর্ক পিছু ছাড়ল না | ABP ANANDA LIVE
SIR-এর সময়সীমা বাড়াল নির্বাচন কমিশন। কিনতু বিতর্ক পিছু ছাড়ল না। অপরিকল্পিত সিদ্ধান্ত, সময় আগে বাড়ালে তো এভাবে BLO-দের মৃত্য়ু হত না, আক্রমণ শানাল তৃণমূল। শুধু এরাজ্যে নয়, বিজেপি শাসিত একাধিক রাজ্যেও মৃত্যু বিতর্ক
নদিয়ায় ভারত-বাংলাদেশ সীমান্তে BSF-এর গুলিতে মৃত্যু পাচারকারীর। মাটিয়ারিতে BSF-এর গুলিতে মৃত্যু বাংলাদেশি পাচারকারীর। সীমান্ত দিয়ে নিষিদ্ধ কাশির ওষুধ পাচারের চেষ্টা। 'BSF বাধা দিলে ধারালো অস্ত্র নিয়ে হামলার চেষ্টা পাচারকারীদের', ধারালো অস্ত্র নিয়ে হামলার চেষ্টা বাংলাদেশি পাচারকারীদের, দাবি BSF-এর। পাল্টা BSF-এর গুলিতে মৃত্যু বাংলাদেশি পাচারকারীর। উদ্ধার নিষিদ্ধ কাফ সিরাপ ও ধারালো অস্ত্র।
পশ্চিম বর্ধমানে তৃণমূলের পঞ্চায়েত সদস্যর ২টি ভোটার কার্ড রয়েছে বলে অভিযোগ তুলল বিজেপি। পুরনো ঠিকানা ও নতুন ঠিকানায় ২ টি আলাদা ভোটার কার্ড থাকা সত্বেও কীভাবে পঞ্চায়েত ভোটে প্রতিদ্বন্দ্বিতা? প্রশ্ন তুলল বিজেপি। এদিকে জলপাইগুড়িতে বিজেপি নেতার মা-বাবার এপিক নম্বর ছাড়াই অসম্পূর্ণ ফর্ম জমা দেওয়া নিয়ে প্রশ্ন তুলছে তৃণমূল।