Swargaram | একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ২৬ সালে পশ্চিমবঙ্গে বিজেপির সরকার গড়ার চ্যালেঞ্জ অমিত শাহর
ABP Ananda LIVE| পালাবদল শুধু নয় একেবারে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ২৬ সালে পশ্চিমবঙ্গে বিজেপির সরকার গড়ার চ্যালেঞ্জ অমিত শাহর। পাল্টা বাছা বাছা বিশেষণে অমিত শাহকেই দেশছাড়া করার ডাক মুখ্যমন্ত্রীর । এরই পাশাপাশি গতকালের ওপর আজও তৃণমূল বিধায়কের দাদাগিরি দেখা গেল হুগলিতে। বিএলএ-দের ঢুকতে দেওয়ার দাবিতে ফের বন্ধ হল শুনানি পর্ব। বড়জোড়া থেকে এ নিয়েও কমিশনকে একহাত মুখ্যমন্ত্রীর
আরও খবর
ত্রিপুরায় জালে জামাত জঙ্গি, অসম ও ত্রিপুরা পুলিশের যৌথ অভিযান। আগরতলায় গ্রেফতার জামাতুল মুজাহিদিন বাংলাদেশের সদস্য জাগির মিয়া।
বাংলাদেশে অশান্তির ঘটনায় অসম, ত্রিপুরা থেকে গ্রেফতার ১১।
চাঁদনি চকে ১টি ইলেকট্রনিক্সের দোকানে লাগল আগুন। ১ তলায় ১টি দোকানে আগুন লাগে, ধোঁয়া দেখতে পান স্থানীয়রা। দমকলের ৬টি ইঞ্জিনের আগুন নিয়ন্ত্রণের চেষ্টায় রয়েছে। শট সার্কিট থেকে আগুন অনুমান দমকলের।