Swargaram Plus: ঠাকুরনগরে প্রকাশ্যে বিজেপি সাংসদ-বিধায়ক দ্বন্দ্ব,কাছাকাছি মমতা ঠাকুর ও সুব্রত ঠাকুর?
ABP Ananda LIVE: ঠাকুরনগরের রাজনীতিতে নতুন সমীকরণ? কাছাকাছি তৃণমূল সাংসদ মমতা ঠাকুর ও বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুর? ঠাকুরনগরে প্রকাশ্যে বিজেপি সাংসদ-বিধায়ক দ্বন্দ্ব। মতুয়া কার্ড ও ধর্মীয় সার্টিফিকেট বিলি ঘিরে বিজেপিতে সংঘাত। মমতা ঠাকুরের সঙ্গে সুব্রত ঠাকুরের কথা। মমতা ঠাকুরের দ্বারস্থ শান্তনু ও সুব্রত ঠাকুরের মা ছবি রানি ঠাকুর। হরিচাঁদ-গুরুচাঁদ ঠাকুরের নাট মন্দিরে কার্ড বিতরণ শান্তনু ঠাকুরের। নাট মন্দিরে কার্ড বিতরণের প্রতিবাদ বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুরের। বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর ও বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুরের দ্বন্দ্ব চরমে। তৃণমূলে যাওয়ার রাস্তা তৈরি করছেন সুব্রত, আক্রমণ শান্তনু ঠাকুরের। ২০২৪ সালে টিকিট না পেলে শান্তনুই তৃণমূলে যেতেন, পাল্টা সুব্রত ঠাকুর।
যোগী রাজ্যে ফের এনকাউন্টার পুলিশের
যোগী রাজ্যে ফের এনকাউন্টার পুলিশের । গ্রেটার নয়ডায় স্ত্রীকে পুড়িয়ে হত্যা, পুলিশের এনকাউন্টারে জখম স্বামী । ২ দিন আগে স্ত্রীকে পেট্রোল ঢেলে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে । অভিযুক্তের খোঁজে তল্লাশির সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ' । 'পুলিশের কাছ থেকে পিস্তল ছিনতাইয়ের চেষ্টা অভিযুক্তের'। পাল্টা গুলিতে আহত অভিযুক্তের, দাবি উত্তরপ্রদেশ পুলিশের