Swargaram Plus : 'গণতন্ত্রের কণ্ঠ রোধ করে তাঁরা এমনভাবে গুলি চালিয়েছিল..'২১-র প্রস্তুতি মঞ্চে এসে তীব্র আক্রমণ মমতার
ABP Ananda LIVE : বছর পেরোলোই ছাব্বিশের ভোট। সদ্য রাজ্য সফরে এসে দুর্গাপুরে মেগাসভা সেরে গিয়েছেন প্রধানমন্ত্রী মোদি। আর এবার রাত পেরোলোই দক্ষিণে তৃণমূলের মেগা সভা। আর ২১ জুলাই তৃণমূলের শহিদ দিবসেই উত্তরকন্যা অভিযান বিজেপির। এদিন একুশের সমাবেশের প্রস্তুতি পরিদর্শনে ধর্মতলায় যান তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। প্রস্তুতি খতিয়ে দেখতে আচমকাই তৎকালীন ভোটের কারচুপির ইস্যু তুলে বামেদের তীব্র আক্রমণ করেন তৃণমূল নেত্রী।কাল কী বার্তা দেবে তৃণমূল নের্তৃত্ব ছাব্বিশের ভোটের আগে ? পুরুলিয়ার এক তৃণমূল কর্মী এবিপি আনন্দ-কে জানিয়েছেন, আমরা শুধুই আমাদের নেত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা শোনার জন্য পুরুলিয়ার জঙ্গলমহল থেকে এসেছি। কারণ আমরা দেখেছি, দিদি জঙ্গলমহলের মানুষের সাথে আছেন।...ছাব্বিশের আগে, আপনারা জানেন, সারাদেশে বিজেপির যেমন বাংলা বিদ্বেষী মনোভাব, বাঙালিদেরকে যেভাবে অত্যাচার করা হচ্ছে (ভিন রাজ্যে) তার বিরুদ্ধে যেমন আমাদের নেত্রী রাজপথে নেমেছেন, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজপথে নেমে আন্দোলন করছেন, ঠিক কালকে সেই বার্তা শোনার জন্য এসেছি।'